এবার শহরে কোন কোন দুর্গা পুজোয় পৌরহিত্য করবেন মহিলা পুরোহিতরা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার থেকে কর্মক্ষেত্র, সব সামলে চলেছেন মহিলারা। পৌরহিত্য, যেখানে পুরুষের একাধিপত্য ছিল, সেখানেও দূর হয়েছে লিঙ্গবৈষম্য। চলতি বছর, কলকাতার মোট ৪টি পুজো কমিটিতে পুজো করতে দেখা যাবে মহিলা পুরোহিতদের।
মহিলা পুরোহিতদের গিয়ে দুর্গা পুজো করানোর ক্ষেত্রে সর্বপ্রথম পথ দেখিয়েছিল দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো কমিটি ৬৬ পল্লী। ২০২১ সালে নন্দিনী ভৌমিক, রুমা রায়, সেমন্তী বন্দ্যোপাধ্যায় এবং পৌলমী চক্রবর্তীকে তারা পুরোহিত হিসেবে নিয়োগ করেছিল। এ’বছরও তাদের খুঁটিপুজোয় মহিলা পুরোহিতদের দেখা গিয়েছে।
৬৬ পল্লী পুজো কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, তারাই নন্দিনী ভৌমিককে পুজো করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। উল্লেখ্য, মহিলাদের দুর্গাপুজো করতে দেওয়ার অনুমতির জন্য তিনি প্রায় দেড় দশক ধরে দাবি জানিয়ে আসছিলেন। গত বছরও ৬৬ পল্লীর পুজো করেন নন্দিনী দেবীরা। পাশাপাশি তাঁদের আরও দুটি দল নিউটাউনে এবং মৌবনী চট্টোপাধ্যায়ের বাড়িতে দুর্গা পুজো করেন গত বছর। এই তিনটি পুজোর পাশাপাশি, এ’বছর সল্টলেক এজি ব্লকের একটি পুজো কমিটিও মহিলা পুরোহিতদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
একেবারে প্রথম ছবিটা অন্য রকম থাকলেও, ধীরে ধীরে মানুষের বিপুল সমর্থন ও উৎসাহ পেয়েছেন নন্দিনীরা। তাঁদের মধ্যে কোনও প্রধান পুরোহিত নেই। তাঁরা আচারবিধির অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করেন, সেই সঙ্গে প্রাচীন ঐতিহ্য বজায় রেখে রীতি-রেওয়াজ পরিচালনা করার উপায়ও বোঝান তাঁরা। জন্মগতভাবে ব্রাহ্মণ নয়, বিভিন্ন গুণাবলী অর্জনের মধ্যে দিয়ে ব্রাহ্মণ হতে হয়-এই সার মতই তাঁরা প্রচার করছেন।
পুজোর একশো দিনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কলকাতা ও বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে শারোদৎসবের খুঁটিপুজো। থিম প্রকাশ করছে এক এক সংস্থা। সব মিলিয়ে জমজমাট পুজোর প্রস্তুতি।