কলকাতা বিভাগে ফিরে যান

কোথায় কোথায় যেতে পারবেন ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনে চড়ে?

July 18, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১১ আগস্ট কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করতে চলেছে আইআরসিটিসির ‘ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন’। সোমবার হাওড়ায় সাংবাদিক সম্মেলন করে, এই বিশেষ রেলযাত্রার প্যাকেজ ঘোষণা করেছে আইআরসিটিসি। আইআরসিটিসির এজিএম আনোয়ারুল করিম, যুগ্ম সম্পাদক রাজেন্দ্র বোরবান, ট্যুরিজম অফিসার মধুমতি রায়চৌধুরী ও দীপঙ্কর মান্নারা হাজির ছিলেন। ট্রেনটি পর্যটকদের বারাণসী, রামঝুলা, লছমনঝুলা, ত্রিবেণীঘাট, বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণমন্দির, ওয়াঘা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন, অযোধ্যাসহ প্রায় এক ডজন জায়গায় ঘোরাবে বলে জানা গিয়েছে।

পর্যটনের প্রচার তথা প্রসারের জন্যে ট্রেন ভাড়ায় প্রায় ৩৩ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১০ রাত এবং ১১ দিনের প্যাকেজ। ইকোনোমি, স্ট্যান্ডার্ড ও কমফোর্ট ক্লাসে যাত্রার ব্যবস্থা থাকছে। স্টেশন থেকে এসি ও নন এসি বাসে পর্যটকদের দর্শনীয় স্থানগুলিতে নিয়ে যাওয়া হবে। কলকাতা, মেচেদা, খড়্গপুর, ঝাড়গ্রাম, টাটানগর, রাঁচি, বোকারো স্টিল সিটি, ধানবাদ, হাজারিবাগ রোড, কোডারমা, গয়া, সাসারাম, দীনদয়াল উপাধ্যায় ইত্যাদি স্টেশনে ট্রেনে ওঠা, নামা করা যাবে।

ইকোনমিক ক্লাসে ৫৮০টি আসন থাকছে। ২১০টি আসন থাকছে স্ট্যান্ডার্ড ক্লাসে। ইকোনোমি ক্লাসে জন প্রতি খরচ ১৭ হাজার ৭০০ টাকা, স্ট্যান্ডার্ড ও কমফোর্ট ক্লাসের জন্য মাথা পিছু যথাক্রমে ২৭ হাজার ৪০০ ও ৩০ হাজার ৩০০ টাকা ভাড়া রাখা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Bharat Gaurav Train

আরো দেখুন