সবজির পর ফুলের বাজারে আগুন, কত বাড়ল গাঁদার দাম?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো দিন দিন বাড়ছে, তার উপর সবজির বাজারে আগুন। এবার বাড়ল ফুলের দর। রীতিমতো ফুলের বাজারে আগুন লেগেছে। ফুল কিনতে পকেটে টান আম জনতার। বিয়ের মরশুম, আর প্রচণ্ড তাপদাহে আকাশছোঁয়া ফুলের দাম, জোড়া কারণে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ফুলের দর। ফুল চাষি ও ব্যবসায়ীদের মত, প্রচণ্ড গরমের কারণে গাছ বাঁচানোই কঠিন। কুঁড়ি অবস্থাতেই ফুল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে বাজারে দাম বেড়ে যাচ্ছে। তার উপর বিয়ের মরশুমের চাপ রয়েছে।
ফুল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অন্যতম। অত্যধিক গরমের জেরে ধাক্কা খেয়েছে ফুলচাষ। ফলে ফুলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রজনীগন্ধা থেকে গাঁদা, সব ফুলের দামই আগুন। বিয়ের মরশুমের কারণে ফুলের চাহিদা থাকলেও, ফুলের জোগান নেই। কয়েকদিন আগেও, যে গাঁদা ফুল ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এখন তা এক ধাক্কায় ১৫০ টাকায় পৌঁছেছে। বাসন্তী রঙের গাঁদার তিনফুটের ২০টি মালার দাম এখন ৮০০ টাকা, কদিন আগেও তা ৩০০ টাকায় মিলত। সাধারণ গাঁদার মালা যা ২০০ টাকায় বিক্রি হত, তা ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।
রজনীগন্ধার দামও বেড়ে দ্বিগুণ হয়েছে। এখন রজনীগন্ধার কেজি ৬০ টাকা। দোপাটি ফুলের দাম প্রতি কেজিতে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মূল্যবৃদ্ধির জেরে খুচরো বিক্রেতারা আর ফুল বিক্রি করতে চাইছেন না। ক্রেতারাও ফুল নিতে চাইছেন না। ফুল বিক্রেতাদের মতে, ঘরোয়া পুজোর জন্য যে ফুল দশ টাকায় মিলত, এখন তা কোনও মতেই কুড়ি টাকার কমে দেওয়া যাচ্ছে না। বিক্রি ধাক্কা খাচ্ছে। ঘরের পুজোর জন্য আগে ১০ টাকার খুচরো ফুল দেওয়া যেত, এখন তা ২০ টাকার কমে দেওয়া যাচ্ছে না। পাইকারি বাজারে ফুলের দাম নিয়ন্ত্রণের বাইরে।