দেশ বিভাগে ফিরে যান

বিরোধীদের বৈঠক শেষে মমতা, অরবিন্দের ভিডিও টুইট কংগ্রেসের, কী করবেন অধীর?

July 18, 2023 | < 1 min read

বিরোধীদের বৈঠক শেষে মমতা, অরবিন্দের ভিডিও টুইট কংগ্রেসের, কী করবেন অধীর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইদানিং কালের মনোমালিন্য কি শেষ? বিরোধীদের বৈঠক শেষে ঐক্যবদ্ধতার বার্তা খোদ কংগ্রেসে টুইটার হ্যান্ডেল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের ভিডিও টুইট করা হলে এই হ্যান্ডেল থেকে।

২৬টি বিজেপি বিরোধী দলের লক্ষ্য, আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো। বিরোধী জোটের নাম হল Indian National Developmental Inclusive Alliance। দু’দিনের বৈঠক শেষে কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর নাতিদীর্ঘ বক্তব্যটুট করা হল যেখানে তিনি বললেন, ভাল এবং ফলপ্রসূ বৈঠক হয়েছে। এর ফলাফল দেশের জন্য মঙ্গলদায়ক হবে।

কংগ্রেসের টুইট করা অরবিন্দ কেজরিওয়ালের ভিডিটিতে তাঁকে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল। তিনি বললেন, এ বার ভারতের জনগণের কাছে সময় এসেছে হেস্তনেস্ত করার। এ জন্যই সমমনস্ক দলগুলি একসঙ্গে এসেছে।

পশ্চিমবঙ্গে অধীর চোধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস জোট বেঁধেছিল বামপন্থীদের সঙ্গে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আগে ও পরে তৃনমুল কংগ্রেসের চরম বিরোধিতা করে প্রদেশ কংগ্রেস। বেঙ্গালুরুর বৈঠকে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুর খাড়গেদের সঙ্গে তৃণমূল নেত্রীর যে সমীকরণ দেখা গেল, তারপর ওয়াকিবহাল মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরপর রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি কোন দিকে যাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#opposition alliance, #Indian National Democratic Inclusive Alliance, #India

আরো দেখুন