দেশ বিভাগে ফিরে যান

বাদল অধিবেশনে কোন বিষয় নিয়ে সরকারকে কোনঠাসা করতে চলেছে বিরোধীরা?

July 19, 2023 | < 1 min read

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন,ছবি সৌজন্যে-REUTERS

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনে মণিপুরের পরিস্থিতি এবং দিল্লি পরিষেবা অধ্যাদেশ প্রাধান্য পাবে এবং বিরোধীরা সরকারকে কোণঠাসা করার জন্য এই বিষয়গুলি উত্থাপন করার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) মোকাবেলা করার জন্য ২৬টি বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA) গঠন করেছে।

বিরোধীরা মণিপুরের হিংসা পরিস্থিতির প্রসঙ্গ তুলছে। উত্তর-পূর্ব রাজ্যটি ৩ মে থেকে জাতিগত সহিংসতা প্রত্যক্ষ করছে যা ১৬০ জনেরও বেশি প্রাণ দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Monsoon Session, #modi govt

আরো দেখুন