আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

COVID-19 চলাকালীন চরম ক্ষতি হয়েছে কোথায়, জানালেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট

July 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: COVID-19 অতিমারী চলাকালীন স্কুল বন্ধের কারণে শিক্ষার চরম ক্ষতি হয়েছে, বুধবার বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, পরবর্তী কোনও অতিমারী আঘাতের আগে এই ধরনের পরিস্থিতি প্রতিরোধ করার জন্য একটি ব্যবস্থা তৈরি করা প্রয়োজনীয়।

সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে বাঙ্গা বলেন, যে অতিমারী চলাকালীন যে প্রজন্ম স্কুলে পড়ছিল তার জন্য সবার একটি সত্যিকারের চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, যখন সারা বিশ্ব COVID-19 মহামারীতে আক্রান্ত হয়েছিল, উন্নত এবং উন্নয়নশীল দেশগুলি শিখছিল কীভাবে অতিমারীর মোকাবেলা করতে হয় । এই সময়ের মধ্যে দীর্ঘায়িত স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষার চরম ক্ষতি হয়েছে…এবং শেখার ক্ষতি মোকাবেলা করা কেবল ভারতের নয়। সমস্যা, এটি সারা বিশ্বে একটি সমস্যা।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #world bank, #Ajay banga

আরো দেখুন