স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই ছবিগুলি দেখেছেন কি?
হিন্দি সিনেমায় বাংলার অভিনেতা অভিনেত্রীদের প্রাপ্য সুনাম না পাওয়ার ঘটনা এই প্রথম না। সেই ধারা অব্যাহত রেখেই ‘দিল বেচারা’-তেও উপেক্ষিতই থেকে গেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘স্টারকিড’ হলেও স্বস্তিকা একজন দক্ষ অভিনেতা।
দেখে নেওয়া যাক স্বস্তিকা মুখোপাধ্যায়ের কিছু ভালো কাজঃ
সাহেব বিবি গোলাম
প্রতিম গুপ্ত পরিচালিত এই ছবিতে স্বস্তিকা অভিনয় করেছেন এক গৃহবধূর চরিত্রে। সম্পর্কের টানাপড়েন, তথাকথিত ভালো বৌ ‘ইমেজ’ থেকে বেরিয়ে আসা এক গণিকার চরিত্রে স্বস্তিকার অভিনয় অসাধারণ।
শাহজাহান রিজেন্সি
সৃজিত মুখোপধ্যায় পরিচালিত এই সিনেমায় স্বস্তিকার অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছে। শঙ্করের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে স্বস্তিকা ও অনির্বাণের রসায়ন মুগ্ধ করেছে দর্শককে।
টেক ওয়ান
মৈনাক ভৌমিক পরিচালিত এই সিনেমা এক অভিনেত্রী ও তার জীবনের বিতর্ক নিয়ে। অনাবৃত এক দৃশ্যে অভিনয়ের জন্যে স্বস্তিকাকে বেশ বিতর্কের মুখোমুখি হতে হয়। কিন্তু তাতে ভাটা পড়েনি তার অভিনয়ে।
জাতিস্মর
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, জাতীয় পুরস্কার প্রাপ্ত এই সিনেমায় তুলে ধরা হয় বিখ্যাত কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির গল্প। নায়িকা হিসেবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় অসাধারণ।
ভূতের ভবিষ্যৎ
অনীক দত্তের এই হরর কমেডিতে কদলিবালা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। কদলিবালা নামের বাংলার এক নায়িকার ভূতের ভূমিকায় স্বস্তিকা অসাধারণ অভিনয় করেছেন।