সাই সুদর্শনের শতরান, পাকিস্তান ‘এ’-কে ৮ উইকেটে হারাল ভারত

১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন সাই সুদর্শন।

July 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ভারত এ দল। ছবি: টুইটার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ACC Men’s Emerging Cup-এ পাকিস্তান ‘এ’-কে ৮ উইকেটে প্রতিযোগিতার সেমিফাইনালে গেল ভারতের ‘এ’ দল। পাকিস্তানের ৪৮ ওভারে ২০৫ রান করে অলআউট হয়ে যায়। তার জবাবে ৮০ বল বাকি থাকতেই যশ ঢুলরা জয়ের রান তুলে নেন তাঁরা। ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন সাই সুদর্শন।

ভারতের পক্ষে হাঙ্গারগেকর ৪২ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামান। ব্যাট করতে নেমে সুদর্শনকে সঙ্গত দেন তিন নম্বরে নেমে নিকিন জোশ যিনি ৫৩ রান করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen