কেন বঙ্গ BJP-র উপর বেজায় চটল দিল্লির গেরুয়া নেতারা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গ্রাম-বাংলার ভোটের পর বাংলায় বিজেপির অবস্থা আরও লুপ্তপ্রায়। এই অবস্থায় বঙ্গ বিজেপিকে কড়া পাঠ পড়াল দিল্লির নেতারা। পঞ্চায়েতের এহেন ভরাডুবির পর, ফের ব্যর্থতার দায় এড়াতে নালিশ জানানোর হাতিয়ারকেই বেছে নিয়েছিল সুকান্ত, শুভেন্দুরা। দিল্লির সাফ বার্তা, সব বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মুখ চেয়ে থাকা নয়। নিজেদের সিদ্ধান্ত নিতে হবে নিজেদেরই। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে ঘন ঘন নালিশ জানানো চলবে না। ব্যর্থতার দায়ভার নিতে হবে। পঞ্চায়েতে পরাজয়ের কারণ হিসেবে, সন্ত্রাসের যে তত্ত্ব খাড়া করেছিল বঙ্গ বিজেপি। তাতে দিল্লির নেতাদের চিঁড়ে ভেজেনি। উল্টে, বঙ্গ বিজেপির জন্য একগুচ্ছ নির্দেশিকা তৈরির পথে এগোচ্ছে দিল্লির গেরুয়া নেতারা।
বিজেপি অন্দরে খবর, কিছু হল কী হল না; বঙ্গ বিজেপির একাংশের নেতারা দিল্লি নেতৃত্বের দ্বারস্থ হচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠি লেখা হচ্ছে। জানা যাচ্ছে, বিজেপির দিল্লির নেতারা এই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়াকে ভালভাবে নিচ্ছেন না। তাঁরা মত, প্রোটোকল মেনে যেটুকু অবগত করার, কেন্দ্রীয়স্তরকে সেটুকুই জানান হোক। ছোটখাট সমস্যা রাজ্য নেতারাই মেটাক।
আট-ন-মাস পরই চব্বিশের মহারণ। বাংলা থেকে ৩৫টি আসন জয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বঙ্গের গেরুয়া নেতাদের। কিন্তু দলের অন্দরেই প্রশ্ন, বাংলায় আদৌ ডবল ডিজিটে পৌঁছতে পারবে তো বিজেপি? শোনা যাচ্ছে, সংসদের বাদল অধিবেশন চলাকালীন দিল্লিতেই বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন নাড্ডা। সেখানে হয়ত সংগঠন নিয়ে গাইডলাইনস দেওয়া হতে পারে বলে খবর।