কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল, ১৩ বছর পর হারাল খিদিরপুরকে

কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারাল খিদিরপুরকে

July 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারাল খিদিরপুরকে। কার্ড, চোট সমস্যা, খারাপ ফর্ম-একাধিক সমস্যা নিয়েও খিদিরপুরের বিরুদ্ধে সফল হলেন বিনো জর্জের ছাত্ররা।

এদিন গোল করেন তুহিন দাস এবং সিকে আমন। অজস্র সুযোগ নষ্ট করেছে ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে আধিপত্য দেখিয়েও মাত্র দু’গোলে জিতে সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে। খেলাতে হল সিনিয়র দলের তিন ফুটবলারকে। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কলকাতা লিগে গ্রুপের শীর্ষেও উঠে এল লাল-হলুদ ব্রিগেড।

লিগে ইস্টবেঙ্গল খিদিরপুরকে শেষ ২০১০ সালে হারিয়েছিল। ওই ম্যাচে লাল হলুদ দলের হয়ে গোল দিয়েছিলেন টোলগে ওজবে (২) ও আলভিটো ডি’কুনহা। ম্যাচটি তারা জিতেছিল ৩-০ গোলে।

গত ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ৪-২ গোলে জিতলেও ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে সমস্যা ছিল। তাই বাধ্য হয়েই সিনিয়র দলের খেলোয়াড়দের নামাতে হয় কলকাতা লিগের ম্যাচে। মহম্মদ রাকিপ, তুহিন দাস ও গুরসিমরত সিং গিল- তিনজনই এদিনের ম্যাচের শুরু থেকে খেলতে নামেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen