ICC ODI World Cup 2023 : প্রচারে শাহরুখ, শুভমনদের হাত ধরে মিলে গেল বলিউড এবং ক্রিকেট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুধুমাত্র ভারতের মাটিতে এই প্রথমবার আয়োজিত হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট। যা শুরু হতে আর ১০০ দিনও বাকি নেই। বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপের প্রচার শুরু করে দেওয়া হল। প্রচারে মিলে গিয়েছে বলিউড এবং ক্রিকেট।
বিশ্বকাপের প্রোমোতে মূল চমক বলিউডের কিং খান। এছাড়াও দেখা গেল শুভমান গিল, জেমাইমা রডরিগেজ -সহ বিশ্ব ক্রিকেটের একঝাঁক ক্রিকেট তারকাকেও। প্রোমোতে দেখা গিয়েছে বিশ্বকাপের ইতিহাসের সোনালি মুহূর্তও।
আইসিসি ওই ছবির ক্যাপশনে লেখে, ‘কিং খান #CWC23 ট্রফি।’ ওই ক্যাপশনের পরেই মোটামুটি আভাস পাওয়া যায়, কিং খানকে দিয়ে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের প্রোমো করাচ্ছে। সেটাই আরও পরিষ্কার হয়েছে বৃহস্পতিবার দুপুরে ২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে লেখা থাকবে ও আমাদের হবে স্বপ্নপূরণ।’ আইসিসি এবং বিসিসিআই যৌথ উদ্যোগে এই অভিনব প্রচার শুরু করেছে।
আইসিসির সিইও জিওফ অ্যালার্ডাইস এই প্রচার শুরু করার আগে বলেছেন, “এক দিনের ক্রিকেটের সাহায্যে সত্যিকারের আনন্দকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এই প্রচার। সমর্থকই হোন বা ক্রিকেটার, প্রত্যেকেরই ম্যাচের সময় নানা রকমের অনুভূতি হয়। তাই নবরসকে তুলে ধরেছি আমরা। পাশাপাশি, ক্রিকেট এবং সিনেমার ভারতের মানুষের হৃদয়ে। তাই দু’টিকে মিলিয়ে দিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চাই আমরা।”