← দেশ বিভাগে ফিরে যান
শুক্রবার সকালে ভূমিকম্প জয়পুরে, কাঁপল মণিপুরও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাত্র ৩০ মিনিটের ব্যবধানে তিন তিনবার কেঁপে উঠল জয়পুর। শুক্রবার ভোর চারটে নাগাদ প্রথমবার রাজস্থানের শহরটিতে ভূমিকম্প টের পাওয়া যায়। তারপর ৩০ মিনিটের ব্যবধানে আরও দু’বার কেঁপে ওঠে জয়পুর (Jaipur)। অন্যদিকে, শুক্রবার মণিপুরেও ভূমিকম্প হয়েছে । এখনো কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
শুক্রবার ভোর চারটে ১০ নাগাদ প্রথমবার ভূমিকম্প হয় জয়পুরে। জানা গিয়েছে, মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরেই ছিল কম্পনের উৎসস্থল। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, প্রথমবার কম্পনের পরিমাপ রিখটার স্কেলে ছিল ৪.৪। সভোর ৪টে ২৫এর মধ্যেই ফের ৩.১ ও ৩.৪ রিখটার স্কেলে দু’বার কম্পন হয় জয়পুরে।
মণিপুরে সকাল পাঁচটার সময়ে ৩.৫ মাত্রায় কম্পন হয়েছে বলে জানা গিয়েছে। উখরুল এলাকায় মাটি থেকে মাত্র ২০ কিলোমিটার নীচে কম্পনের উৎসস্থল।