← রাজ্য বিভাগে ফিরে যান
কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া? জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯১ ও ৬৪ শতাংশ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে দুই বঙ্গেই বৃষ্টিরপাতের ঘাটতি রয়েছে। তাপমাত্রারও বিশেষ কিছু পরিবর্তন হবে না। কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হলেও এর খুব একটা প্রভাব দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে পড়বে না বলে জানা যাচ্ছে।