দেশ বিভাগে ফিরে যান

মণিপুরে হিংসার ছবি ঢাকতে কেন গুজব তত্ত্ব খাড়া করছে পুলিশ?

July 24, 2023 | < 1 min read

মে মাস থেকে উত্তাল মণিপুর। জন-জাতি সংঘর্ষে জ্বলছে আগুন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মে মাস থেকে উত্তাল মণিপুর। জন-জাতি সংঘর্ষে জ্বলছে আগুন। এ যাবৎ প্রায় ১৬০ জনের প্রাণ গিয়েছে। বিপুল পরিমাণ সম্পদের হানি হয়েছে। নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, এমনকি জীবন্ত পুড়িয়ে মারাও হয়েছে মানুষকে। একের পর এক বর্বরতার ঘটনা সামনে আসছে। গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো, খুন ইত্যাদির মতো ঘটনা জানা যাচ্ছে। আজও শান্ত হয়নি উত্তর-পূর্বের রাজ্য। এই পরিস্থিতিতে পুলিশ-নিরাপত্তারক্ষীদের দাবি, হিংসা নয়, বেশিটাই নাকি গুজব। বিরোধীরা প্রশ্ন করছেন, তবে কি হিংসা ও প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে চাইছে ডবল ইঞ্জিন সরকার?

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পুলিশের উপস্থিতিতে ঘটেছে এই ভয়াবহ কাণ্ড। অবশেষে মণিপুর নিয়ে মুখ খুলেছেন মোদী, কিন্তু তাও রাজনৈতিক বিরোধীদের বিদ্ধ করতে প্রসঙ্গক্রমে মোদীর মুখে মণিপুর এসেছে। বিরোধীদের দাবি, এটা মণিপুর থেকে নজর ঘোরানোর কৌশল ছাড়া আর কিছু নয়। এখন গুজব তত্ত্ব হাজির করা হচ্ছে।

বিরোধীদের প্রশ্ন, ১৬০ জনের মৃত্যুর নেপথ্যে কি বেশিরভাগই গুজব? সদ্য মণিপুর থেকে ঘুরে আসা তৃণমূলের প্রতিনিধি দলও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। বিরোধীদের অভিযোগ, ডবল ইঞ্জিনের ব্যর্থতা ঢাকতেই, গুজব তত্ত্ব খাড়া করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালাচ্ছে মণিপুরের পুলিশ, প্রশাসন তথা নিরাপত্তা সংস্থা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manipur, #Manipur violence, #Manipur Issue, #manipur police

আরো দেখুন