মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি, সংসদে ৩০০ সাংসদের বিক্ষোভ
সোমবার সপ্তাহের প্রথম দিনেই মণিপুর ইস্যুতে উত্তাল সংসদের অন্দর এবং বাহির।
July 24, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার সপ্তাহের প্রথম দিনেই মণিপুর ইস্যুতে উত্তাল সংসদের অন্দর এবং বাহির।
সংসদ প্রাঙ্গনে গান্ধীমূর্তির পাদদেশে বিরোধী দলগুলি- INDIA-৩ ৩০০ সাংসদ, মণিপুর ইস্য়ু নিয়ে সরকারের নিরাবতা এবং এই বিষয় নিয়ে সংসদের দুই কক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্য চেয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন।

মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবিতে সংসদে মুলতুবি প্রস্তাবও দিয়েছেন বিরোধী দলের সাংসদরা।