মোদীকে কী বলে দুষলেন মণিপুরের BJP বিধায়ক?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীকে বধির বলে আক্রমণ শানালেন খোদ বিজেপি বিধায়ক। সহ্যের সীমা পেরোনোয় এবার মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মণিপুরের বিজেপি বিধায়ক পাওলিয়েনলাল হাওকিপ। তাঁর দাবি, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্যে সময় চেয়েও পাননি তিনি। ওই বিজেপি বিধায়কের অভিযোগ, কুকি আর মেইতেইদের বিবাদ মেটানোর কোনও চেষ্টাই করেনি তাঁর রাজ্যের ডবল ইঞ্জিন সরকার এবং মোদী সরকারের। তাঁদের নিরাপত্তাও সঙ্কটে।
ক্ষোভে ফেটে পড়ে বিজেপি বিধায়ক পাওলিয়েনলাল হাওকিপ বললেন, প্রধানমন্ত্রী বধির। মণিপুরের কান্না কানে পৌঁছচ্ছে না। গত ৭৯ দিন ধরে মণিপুরে যা ঘটছে, তা নিয়ে চুপ করে থাকা বধিরতারই সমান। দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ওই নিদারুণ ভিডিও ভাইরাল না হলে প্রধানমন্ত্রী হয়ত মুখই খুলতেন না। খুবই দুঃভাগ্যের! এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে হাওকিপের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই তা হাতিয়ার করে বিজেপি বিরোধী আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিরোধীরা। রবিবার বিজেপি বিধায়কের সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল করেছে বিরোধী দলগুলো। বিরোধীদের মতে, বাংলা, বিহার বা রাজস্থানের সঙ্গে মণিপুরের বর্বর ঘটনার বিন্দুমাত্র তুলনা চলে না। মোদী সরকার অপদার্থ এবং নিষ্ঠুর। নিজেদের ব্যর্থতা ঢাকতেই নানাভাবে তুলনা টানা হচ্ছে।
সংসদেও সে আক্রমণের ধারা চলছে। সংসদের দুই কক্ষের পাশাপাশি সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনেও বিক্ষোভে শামিল হয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সরকার জানিয়েছে মণিপুর ইস্যুতে আলোচনা শেষে জবাব দেবেন অমিত শাহ। কিন্তু বিরোধীরা অনড়, তাঁদের দাবি মণিপুর নিয়ে মোদীকেই বলতে হবে। এখন দেখার মণিপুর নিয়ে কতটা উত্তাল হয় বাদল অধিবেশন।