দেশ বিভাগে ফিরে যান

যমুনায় গাঙ্গেয় ডলফিন ধরে রান্না, গ্রেপ্তার উত্তরপ্রদেশের মৎস্যজীবী

July 25, 2023 | < 1 min read

গ্রেপ্তার উত্তরপ্রদেশের মৎস্যজীবী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রবিবার উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার পিপরি থানার অন্তর্গত নাসিরপুর গ্রামের তীরে যমুনায় একটি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনকে ধরে হত্যা করার জন্য সোমবার কৌশাম্বি পুলিশ এক মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে।

প্রায় এক কুইন্টাল ওজনের ডলফিনটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখতে পেয়েই বন কর্মকর্তারা তদন্ত করে রঞ্জিত নামে ওই জেলেকে গ্রেপ্তার করে।

ছায়াল ফরেস্ট রেঞ্জের ফরেস্ট রেঞ্জার রবীন্দ্র কুমার পুলিশের কাছে তার অভিযোগে বলেছেন, ২২জুলাই সকালে জেলে রঞ্জিত, সঞ্জয়, দেওয়ান, বাবাজি এবং গেন্দালাল যমুনায় মাছ ধরছিলেন তখন একটি গাঙ্গেয় ডলফিন তাদের জালে আটকা পড়ে। অভিযুক্ত ডলফিনটিকে ধরে ফেলে এবং পরে এটিকে রান্না করে খেয়ে ফেলে।

উল্লেখ্য, গাঙ্গেয় ডলফিনকে বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচনা করা হয় এবং সরকার এর সংরক্ষণের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। গাঙ্গেয় ডলফিন শিকার সম্পূর্ণ নিষিদ্ধ এবং বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২ এর অধীনে এটি হত্যা করলে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#dolphin, #Uttar Pradesh, #fisherman, #arrest

আরো দেখুন