জোড়া বন্দে ভারত পাচ্ছে বাংলা? কোন কোন রুটে? তুঙ্গে জল্পনা

যুদ্ধকালীন তৎপরতায় আরও দুটি লাইন ইলেকট্রিফায়েড করার কাজ চলছে।

July 26, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
জোড়া বন্দে ভারত পাচ্ছে বাংলা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শোনা যাচ্ছে, আগামী দু-মাসের মধ্যে জোড়া বন্দে ভারত পেতে চলেছে বাংলা। রেলও প্রস্তুতি শুরু করেছে বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় আরও দুটি লাইন ইলেকট্রিফায়েড করার কাজ চলছে। খবর মিলেছে, নতুন জোড়া বন্দে ভারতের রুটও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে। হাওড়া থেকে আরও দুই বন্দে ভারতের যাত্রা শুরু কেবল সময়ের অপেক্ষা মাত্র।

এখন হাওড়া স্টেশন থেকে দুটি বন্দে ভারত চলে। আরও দুটি যোগ হলে, মোট চারটি বন্দে ভারত চলবে হাওড়া থেকে, লিলুয়ার সর্টিং ইয়ার্ডে জোড়া বন্দে ভারত রাখার জন্য পরিকাঠামো তৈরির কাজ চলছে বলে খবর পাওয়া গিয়েছে। দুটি লাইনকেও বেছে নেওয়া হয়েছে। ট্রেন দু’টির সাপ্তাহিক রক্ষণাবেক্ষণ হতে পারে ঝিল সাইডিংয়ে।

এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, হাওড়া-রাঁচি রুটে একটি বন্দে ভারত চলবে। আরেকটি বন্দে ভারত হাওড়া-গয়া রুটে চলবে। খুব বড় কোনও পরিবর্তন না হলে, এই দুটি রুটেই ছুটবে ট্রেন। যদিও রেলমন্ত্রক তরফে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen