ধনীতম ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় কোথায় জায়গা পেলেন কোহলি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বের ধনীতম ক্রিকেটার এবং এশিয়ার দ্বিতীয় ধনীতম ক্রিকেটার হলেন বিরাট কোহলি। ২০২২ সালে ২৭৭ কোটি টাকা আয় করে ধনীতম ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় ৬১তম স্থানে জায়গা করে নিয়েছেন বিরাট। শোনা যায়, কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১০৪০ কোটি টাকা।
গত বছর প্রকাশিত ধনীতম ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় প্রথম ১০০ জনের মধ্যে বিরাট বাদে আর কোনও ক্রিকেটার ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যই ২৯তম টেস্ট শতরান করেছেন বিরাট। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর থেকে প্রায় ১৫ কোটি টাকা নেন বিরাট। প্রতি টেস্ট ম্যাচ পিছু ১৫ লক্ষ টাকা, প্রতি ওয়ানডে-তে 6 লক্ষ এবং টি-টোয়েন্টিতে ৩ লক্ষ টাকা নেন কোহলি। কোহলি বিসিসিআইয়ের ‘A+’ ক্রিকেটার। চুক্তি অনুযায়ী, বিসিসিআই তাঁকে বছরে ৭ কোটি টাকা পারিশ্রমিক দেয়।
তবে অন্যদিক থেকে দেখলে কোহলি অবশ্যই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার নন। সেই সম্মান যায় বরোদার প্রথম-শ্রেণীর ক্রিকেটারের
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের ছয় সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদদের:
- সমরজিতসিন গায়কোয়াড়- ২০ হাজার কোটি
- লেব্রন জেমস – ১০৩৭ কোটি টাকা
- লিওনেল মেসি – ৯৯৭ কোটি টাকা
- ক্রিশ্চিয়ানো রোনালদো – ৯৩৯ কোটি টাকা
- নেইমার – ৮৪৩ কোটি টাকা
- ক্যানেলো আলভারেজ – ৭২৭ কোটি টাকা