২০১৬-র পর রুল ২৬৭-এর অন্তর্গত আলোচনা হয়নি রাজ্যসভায়! তোপ বিরোধী সাংসদের
NDA ক্ষমতায় আসার পর গত সাত বছরে, এই বিধির অন্তর্গত আলোচনা করার একটি নোটিশও গ্রহণ করা হয়নি
July 26, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন সংসদের উচ্চ কক্ষে INDIA-র সাংসদরা আমরা অবিলম্বে মণিপুর নিয়ে আলোচনার জন্য দাবি করেছেন বিধি ২৬৭ আরোপ করে কারণ মণিপুরে যা ঘটছে তা নজিরবিহীন।
কিন্তু NDA ক্ষমতায় আসার পর গত সাত বছরে, এই বিধির অন্তর্গত আলোচনা করার একটি নোটিশও গ্রহণ করা হয়নি৷
২০১৬ সালে এই বিধির অন্তর্গত সর্বশেষ করা হয়েছিল আলোচনা করা হয়েছিল নোটবন্দি নিয়ে।