← রাজ্য বিভাগে ফিরে যান
একনজরে দেখে নিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গে ২৮ জুলাই অর্থাৎ শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।
আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে। কলকাতার সংলগ্ন এলাকায় সারাদিন মেঘলা আকাশ থাকবে।