রতন টাটাকে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল

এবার ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হচ্ছে রতন টাটাকে।

July 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি পদ্মভূষণ রতন টাটা। শুধুমাত্র ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য নয়, যাঁরা না থাকলে খেলোয়াড় তৈরি হত না, খেলাধুলোর উন্নতি বিধান সম্ভব হত না, তাঁদের সারাজীবনের প্রচেষ্টা, প্রয়াসকে কুর্নিশ জানায় ইস্টবেঙ্গল ক্লাব। মূলত সেই কারণেই এবার ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হচ্ছে রতন টাটাকে।

৮৫ বছরের নামী এই শিল্পপতিকে আগামী ১ অগাস্ট ইস্টবেঙ্গল দিবসে বিশেষভাবে সম্মানিত করা হবে। রতন টাটার ভারতীয় ফুটবলে বহু অবদান রয়েছে। তাঁর উদ্যোগেই টাটা ফুটবল অ্যাকাডমির সূচনা ঘটেছে। রতন টাটাকে একবার জাতীয় লিগ ফুটবলের অনুষ্ঠানে আনা হয়েছিল। তারপর কোনও খেলার অনুষ্ঠানে রতন টাটাকে দেখা যায়নি।

আগামী বছর ভারত গৌরব সম্মানের জন্য নীতা আম্বানির কথা ভাবছে ইস্টবেঙ্গল। নীতা আম্বানি সম্মত হলে তাঁকেই দেওয়া হবে ‘ভারত গৌরব’ সম্মান। নয়তো অন্য কারওর কথা ভাবা হবে এই সম্মানের জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন