রাজ্য বিভাগে ফিরে যান

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য দেশের মধ্যে প্রথম কলেজ বাংলার এই জেলায়

July 29, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর ২৪ পরগনার হাবড়ার বাণীপুরে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য দেশের মধ্যে প্রথম কলেজ তৈরি হতে চলেছে।

বৃহস্পতিবার বিধানসভার বাদল অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে বিধায়ক দেবাশিস কুমারের এক প্রশ্নের উত্তরে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একথা জানিয়েছেন। এ ব্যাপারে জমি হস্তান্তরের কাজও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী জানান, এর ফলে উপকৃত হবেন বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #students, #college, #Habra, #specially abled

আরো দেখুন