রেষারেষির জল্পনা উড়িয়ে দেবের কোন ছবির ট্রেলার লঞ্চে সৃজিত? দেখে নিন
ব্যোমকেশের ওই একই গল্প নিয়ে সৃজিত OTT-তে সিরিজ বানাচ্ছেন সৃজিত।
July 27, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার ছিল বিরসা দাশগুপ্তর ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র ট্রেলার লঞ্চ।
বাইপাসের ধরে এক পাঁচতারা হোটেলে এই ছবির ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে ছিলেন দেব, যিনি হয়েছেন ব্যোমকেশ এবং ‘সত্যবতী’ রুক্মিণী মৈত্র। সেখানে আচমকাই হাজির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার।
ব্যোমকেশের ওই একই গল্প নিয়ে সৃজিত OTT-তে সিরিজ বানাচ্ছেন সৃজিত। দেবের ট্রেলার লঞ্চে হাজির সৃজিত-অনির্বাণদের উপস্থিত সমস্ত রেষারেষির জল্পনা উড়িয়ে দিল।
দেখে নিন ট্রেলার: