দেশ বিভাগে ফিরে যান

প্রধানমন্ত্রী মোদীর উপর ক্ষোভ দেখিয়ে দল ছাড়লেন বিজেপি মুখপাত্র

July 28, 2023 | < 1 min read

প্রধানমন্ত্রী মোদীর উপর ক্ষোভ দেখিয়ে দল ছাড়লেন বিজেপি মুখপাত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি ছাড়লেন বিহার বিজেপির মুখপাত্র বিনোদ শর্মা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, “বিজেপির হয়ে কাজ করার জন্য আজ লজ্জিত বোধ করছি। ভারাক্রান্ত মনে তাই দল থেকে পদত্যাগ করলাম।”

তিনি বলেছেন মণিপুরের মতো ঘটনা ঘটেছে দেশে, ভিডিও ভাইরাল হয়ে গেছে সমাজ মাধ্যমে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এমন করছে যেন কিছুই ঘটেনি মণিপুরে।

বিনোদ শর্মা ক্ষোভ দেখিয়ে বলেন “প্রধানমন্ত্রী মোদী ঘুমাচ্ছেন, ওনার সাহস নেই মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংকে বরখাস্ত করার। বিজেপি নারী শক্তি, বেটি বাঁচাও, হিন্দু রাষ্ট্র, সনাতন ধর্মের কথা বলে। এটাই কি সেই সনাতন ধর্ম যা আমরা সমর্থন করছি? একজন মানুষ হিসেবে, আমি এটা সহ্য করতে পারিনি এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি।”

বিনোদ শর্মা বলেন যে মণিপুরের মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে এমন কয়েকশো ঘটনা ঘটেছে! এই মন্তব্যই প্রমাণ করে বিজেপি নেতৃত্ব মহিলা ও নাগরিকদের নিয়ে মোটেই উদ্বিগ্ন নয়, বলেন বিনোদ শর্মা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Manipur Issue, #vinod sharma, #resigns

আরো দেখুন