কলকাতা লিগে এঙ্গসন-সুহেলের জোড়া গোলে জয় মোহনবাগানের

গত ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে ড্র করার পর আজ মোহনবাগানের সুহেল ভাট ও এঙ্গসন সিং-এর জোড়া গোলে উড়ে গেল ক্যালকাটা এফসি।

July 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কলকাতা লিগে এঙ্গসন-সুহেলের জোড়া গোলে জয় মোহনবাগানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ফুটবল লিগে বারাকপুরের মাঠে মুখোমুখি হয় মোহনবাগানএবং ক্যালকাটা ফুটবল ক্লাব। গত ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে ড্র করার পর আজ মোহনবাগানের সুহেল ভাট ও এঙ্গসন সিং-এর জোড়া গোলে উড়ে গেল ক্যালকাটা এফসি। ম্যাচের ফলাফল হয়েছিল ৪-১।

ম্যাচের শুরুতেই দু’টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি মোহনবাগান। পরে আরও দু’টি কর্নারের সুযোগ পায় তারা। তার মধ্যে একটি থেকে গোল করেন সুহেল। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে বিরতিতে মোহনবাগান ২-১ গোলে এগিয়ে ছিল।

তবে ১০ মিনিট পরেই সমতা ফেরায় সিএফসি। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেইব প্রায় ২৫ গজ দূর থেকে গোল করেন আকাশ। ভলিতে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন সুহেল।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফারদিন আলি মোল্লা একটি সহজ সুযোগ নষ্ট করেন। ৬৮ মিনিটে গোল আসে মোহনবাগান।এঙ্গসন সিং-এর গোলে গোল সংখ্যা বাড়াল মোহনবাগান। ৭৯ মিনিট- সিএফসির গোলরক্ষককে বোকা বানিয়ে গোল নিজের দ্বিতীয় গোল করলেন এঙ্গসন সিংয়। ডুরান্ডে ডার্বির আগে দলের এই দাপুটে জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen