একনজরে দেখে নিন কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
July 29, 2023
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
কখনও হালকা বৃষ্টি আবার কখনও চড়া রোদ। আজ এমনই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আগামী ৫ দিন দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা উত্তর দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হবে।