সামাজিক সুরক্ষার আওতায় পরতে চলেছেন রাজ্যের ডেলিভারি বয়রা

খন খাবার বা অন্যান্য জিনিস বাড়ি বাড়ি ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত রাজ্যে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ। এই সব মানুষদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চলেছে রাজ্য।

July 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ডেলিভারি বয়দের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চলেছে রাজ্য
ছবি সৌজন্যে DH Photo

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখন খাবার বা অন্যান্য জিনিস বাড়ি বাড়ি ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত রাজ্যে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ। এই সব মানুষদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চলেছে রাজ্য। আজকালকার দিনে খাবার থেকে শুরু করে জামাকাপড় প্রভৃতি অনেক কিছুই অর্ডার হচ্ছে অনলাইনে। ডেলিভারি বয়রা মোটরবাইক বা সাইকেলে ঘুরে ঘুরে সেই সমস্ত জিনিস পৌঁছে দেন ক্রেতাদের বাড়িতে। জীবন-জীবিকার তাগিদে, জলে ভিজে বা রোদে পুড়ে আবার অনেক সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করতে হয় তাঁদের। রাজ্য সরকার এই সব অসংগঠিত শ্রেণির এই কর্মীদের সামাজিক সুরক্ষার বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা করছিল। সেই অনুযায়ী পরিকল্পনার পর এই উদ্যোগ বাস্তব রূপ নিতে চলেছে।

জানা গিয়েছে, এঁদের জন্য পৃথক একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে। সুরক্ষা এবং কল্যাণের প্রশ্নে করণীয় দিকগুলি সুনিশ্চিত করবে এই বোর্ড। সূত্রের খবর, এঁদের জন্য কল্যাণ তহবিলও তৈরি করা হবে। অন্যান্য অসংগঠিত শ্রেণির কর্মীদের মতো তাঁরাও যাতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাগুলি পান, তাও নিশ্চিত করবে রাজ্য।

বর্তমানে নির্মাণকর্মী সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের ১ কোটি ৬৯ লক্ষের বেশি শ্রমিক বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পান। রাজ্যের এই নয়া উদ্যোগের ফলে এবার ডেলিভারি বয় বা গিগ ওয়ার্কাররাও প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারেন। জানা যাচ্ছে, একটি নির্দিষ্ট পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে।

উত্তরপ্রদেশ, গুজরাত এবং বেঙ্গালুরুতে যখন ফুড ডেলিভারি বয়দের মারধরের একাধিক ঘটনা ঘটেছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার তাঁদের জন্য নিচ্ছে বড় পদক্ষেপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen