দ্বিতীয় ODI-তে ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরল ক্যারিবিয়ানরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘরের মাঠে দ্বিতীয় ওয়ানডে ভারতকে উড়িয়ে দিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে লড়েছিলেন দুই ওপেনার ইশান কিষান(৫৫) ও শুবমান গিল(৩৪)। এছাড়া কেউ রান পাননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড ও গুডাকেশ মতি ৩টি করে উইকেট পান। পাল্টা ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে সহজেই এই রান তুলে নেয়। তাদের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক সাই হোপের(৬৩)।
বার্বাডোসে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ছয় উইকেটে পরাজিত করে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে। উইন্ডিজ অধিনায়ক সাই হোপ ৮০ বলে অপরাজিত ৬৩ রান করেন, যেখানে কেসি কার্টি ৬৫ বলে গুরুত্বপূর্ণ ৪৮* রান করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬.৪ ওভারে ১৮২ রান তাড়া করতে সহায়তা করে। এর আগে, শার্দুল ঠাকুর তিনটি স্ক্যাল করেছিলেন, এবং কুলদীপ যাদব কম স্কোরিং লড়াইয়ে ভারতের আশা বাড়াতে একটি উইকেট তুলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ বল হাতে সমানভাবে চিত্তাকর্ষক ছিল কারণ তারা ফিল্ডিং বেছে নেওয়ার পরে ৪০.৫ ওভারে ভারতকে ১৮১ রানে গুটিয়ে দেয়। শুভমান গিল এবং ইশান কিশান উদ্বোধনী উইকেটে ৯০ রান যোগ করে ভারতকে শক্তিশালী অবস্থানে এনেছেন। তবে জুটি ভাঙার পর ইনিংস পুরোপুরি ভেঙে পড়ে। গিলই প্রথম ব্যক্তি যিনি ৩৪(৪৯) রান করে বিদায় নেন।