BCCI-এর সভাপতির দায়িত্বে ১০মাসে দাদার কীর্তি
কুলিং অফের নিয়ম বদল নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত বোর্ডের মসনদে কাজ চালিয়ে যাবেন মহারাজ।

ইডেনে ঐতিহাসিক দিনরাতের টেস্ট। করোনা কালে বিদেশে মাটিতে আইপিএল আয়োজনের ব্যবস্থা করা। বিরাট-রোহিতকে নিয়ে ভারতীয় ক্রিকেটের নতুন রূপরেখা তৈরি। মঙ্গলবার সরকারি ভাবে শেষ হওয়ার কথা ছিল বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ। আপাতত তা হচ্ছে না। কুলিং অফের নিয়ম বদল নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত বোর্ডের মসনদে কাজ চালিয়ে যাবেন মহারাজ। তবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সৌরভ যে কাজগুলো করলেন, সেগুলো আরেকবার দেখে নেওয়া যাক। Information- Eron Roy Burman

দায়িত্ব নিয়ে সৌরভ বলেছিলেন, “বোর্ডে জরুরি অবস্থা চলছে। এটা বন্ধ করতে হবে।” নিঃসন্দেহে এক জরুরি অবস্থার মধ্যেই গত বছরের ২৩ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিংহাসনে বসেছিলেন মহারাজ। তাঁর দায়িত্ব নেওয়ার আগে প্রশাসনিক এবং আর্থিক ভাবে ঝাঁঝরা বিসিসিআই ফের অক্সিজেন পেয়েছে এই দশ মাসে। Information- Eron Roy Burman

নারায়ণস্বামী শ্রীনিবাসদের ঠান্ডা ঘরে পাঠিয়ে এই দশ মাসে বোর্ডের অন্দরে শুধুই দাদার কীর্তি। তারুণ্যে তাঁর আস্থা বরাবরের। তাই মসনদে বসে তরুণ জয় শাহ, জয়েশ জর্জদের নিয়ে বোর্ডের অন্দরে তৈরি করেছেন টিম সৌরভ। Information- Eron Roy Burman

২০১৯ বিশ্বকাপের ব্যর্থতা মুছতে এক টেবলে বসিয়েছেন বিরাট-রোহিতকে। তৈরি করেছেন ভারতীয় ক্রিকেটের নতুন রূপরেখা। একইসঙ্গে ভারতীয় ক্রিকেটের উন্নয়নে রাহুল দ্রাবিড়কে এনসিএ- র ডিরেক্টর করে ঘরোয়া ক্রিকেটে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। Information- Eron Roy Burman

করোনা আবহে আইসিসি’র গড়িমসিতে মহারাজ অ্যান্ড কোম্পানি অনেক আগেই বুঝে গিয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে এই বছর বাতিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই অনেক আগে থেকেই আইপিএল হওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা কালে সেপ্টেম্ববরেই আইপিএল হচ্ছে। বিদেশের মাটিতে এই টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ইতিমধ্যেই সম্মতির কথা জানিয়েছে এমরিটাস ক্রিকেট বোর্ড। Information- Eron Roy Burman

লোধা কমিটির সুপারিশে মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল প্রশাসক সৌরভের মেয়াদ। সেই সুপারিশকে কার্যত চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে বোর্ড। শীর্ষ আদালতে বিসিসিআই আবেদন করে, বোর্ডের সংবিধান বদলে কুলিং অফের নিয়ম রদ করা। প্রেসিডেন্ট পদে সৌরভ ও সচিব পদে জয় শাহকে টানা ৬ বছর কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার। বোর্ডের এই আবেদনের পরবর্তী শুনানি হবে ১৭ অগাস্ট। তার আগে সুনীল গাভাসকর থেকে শোয়েব আখতার প্রত্যেকেই বোর্ড সভাপতি পদে সৌরভের পক্ষেই সওয়াল করেছেন। Information- Eron Roy Burman

অন্যদিকে সৌরভকে আইসিসিতে দেখতে চেয়ে ইতিমধ্যেই ইচ্ছে প্রকাশ করেছেন কুমার সঙ্গাকারা, গ্রেম স্মিথদের মতো একাধিক প্রাক্তন ক্রিকেটার। সবমিলিয়ে প্রশাসক মহারাজকে দেখতে চায় গোটা ক্রিকেট বিশ্ব। Information- Eron Roy Burman