চলন্ত ট্রেনে গুলি করে খুন চার, অভিযুক্ত খোদ রেলপুলিশ কর্মী

সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী এই আরপিএফ কর্মী জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন

July 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বইয়ের উদ্দেশে যাওয়া জয়পুর এক্সপ্রেসে (১২৯৫৬) রেল পুলিশের এক সাব-ইনস্পেক্টর এবং ট্রেনটির প্যান্ট্রি কারের এক কর্মী সহ চারজনকে নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করলেন আরপিএফ রেল পুলিশের কর্মী চেতন সিংহ।

সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে নাগাদ ট্রেনটি যখন পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল, সে সময় হঠাৎই নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী, এমনটি জানা হচ্ছে রেল সূত্রে।

সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী এই আরপিএফ কর্মী জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। গুলি চালিয়ে চার জনকে হত্যা করার পরেই পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টেনে এবং ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করেন তিনি। কিন্তু সেকাজে সফল হবার আগেই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তার আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen