আগস্টের আকাশে জোড়া Supermoon! আজ দেখা মিলবে আরও উজ্জ্বল, বড় চাঁদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, মঙ্গলবার আগস্টের আকাশে পৃথিবীর আরও কাছাকাছি আসবে চাঁদ। আরও বড় ও উজ্জ্বলভাবে দেখতে পাওয়া চাঁদকে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৬ শতাংশ বড় দেখাবে। সুপার হয়ে উঠবে ‘মুন’।
২০১৮ সালের পরে ফের এমন মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, আজ মঙ্গলবার পূর্ণিমার আকাশে সুপারমুন দেখা যাবে। ফের চলতি মাসেই পরের পূর্ণিমার দিন অর্থাৎ ৩০ তারিখেও দেখা যাবে সুপারমুন। একই মাসে দু’বার পূর্ণ সুপারমুন শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে। ২০২৩ সালের পর এই দৃশ্য আবার দেখা যাবে ২০৩৭ সালে।
সাধারণত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার। পৃথিবীকে এক বার পাক খেতে চাঁদের গড়ে সময় লাগে সাড়ে ৭০০দিন। এই দিনের মধ্যে চাঁদ এক বার পৃথিবীর কাছে চলে আসে এবং এক বার দূরে চলে যায়। এমন একটা সময় আসে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে, সে সময় চাঁদকে আরও বড় ও উজ্জ্বল দেখায়। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে বলে, ‘পেরিজি’। পেরিজিতে এই দূরত্ব কমে হয় ৩ লক্ষ ৫৬ হাজার কিলোমিটার আর এপোজিতে হয় ৪ লক্ষ ৫ হাজার কিলোমিটার। আজ মঙ্গলবার চাঁদ ওই পেরিজি বিন্দুর কাছে পৌঁছবে। এদিন চাঁদ ও পৃথিবীর দূরত্ব হবে প্রায় ৩ লক্ষ ৫৭ হাজার ৫৩০ কিলোমিটার। সবচেয়ে কাছে আসে বলেই চাঁদকে দেখতে তখন সবচেয়ে বড় লাগে। জ্যোতর্বিজ্ঞানীদের ভাষায় এই ঘটনাটিকে বলে ‘সুপারমুন’।