দেশ বিভাগে ফিরে যান

মণিপুর পুলিশকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট বলল- রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু আর অবশিষ্ট নেই

August 1, 2023 | < 1 min read

দেশের সর্বোচ্চ আদালতে পরপর দু’দিন র্ভৎসিত হল মণিপুর পুলিশ।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দেশের সর্বোচ্চ আদালতে পরপর দু’দিন র্ভৎসিত হল মণিপুর পুলিশ। সোমবারের পর মঙ্গলবারও মণিপুর পুলিশকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, ‘মণিপুরে আইন-শৃঙ্খলা বলে কিছু আর অবশিষ্ট নেই। এটা একেবারে স্পষ্ট যে তদন্ত করতে অক্ষম রাজ্য পুলিশ। আইন-শৃঙ্খলা ব্যবস্থার উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে পুলিশ।’

মণিপুর পুলিশের ডিরেক্টর জেনারেলকে (ডিজিপি) আগামী সোমবার (৭ আগস্ট) তলব করেছে সুপ্রিম কোর্ট। তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় জানিয়েছে, মণিপুরে যে তদন্ত হয়েছে, তা অত্যন্ত ঢিমেগতিতে হয়েছে।

মণিপুর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, একটি বিষয় স্পষ্ট যে অনেক দেরিতে এফআইআর দয়ের করা হয়েছে। মণিপুরে এক মহিলাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে তাঁর ছেলেকে পিটিয়ে হত্যা করার ঘটনা প্রসঙ্গ উত্থাপন করে শীর্ষ আদালত জানায়, ৪ মে ঘটনাটি ঘটেছিল। আর ৭ জুলাই এফআইআর দায়ের করা হয়েছিল। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, দেখে মনে হচ্ছে যে একটি বা দুটি এফআইআর ছাড়া কোনওক্ষেত্রেই কাউকে গ্রেফতার করা হয়নি।

মে মাসের গোড়া থেকে মণিপুরে সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকিদের সংঘাত চলছে। সরকারি হিসাবেই দেড়শোর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। ছয় হাজারের বেশি এফআইআর দায়ের হয়েছে। খুনের মামলা ৭০টিরও বেশি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manipur, #Supreme Court of India, #manipur police

আরো দেখুন