খেলা বিভাগে ফিরে যান

আজ ডুরান্ড কাপের উদ্বোধন, বাংলাদেশের বিরুদ্ধে বাগানের প্রস্তুতি কেমন?

August 3, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শুরু হচ্ছে ডুরান্ড কাপ। যুবভারতী স্টেডিয়ামে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে অভিযান শুরু করছে মোহন বাগান সুপার জায়ান্ট। তার আগে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ১৩২ তম আসরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ সেনাবাহিনীর শীর্ষকর্তারা। আয়োজকরা জানিয়েছেন, বিকাল পাঁচটা থেকে আধঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে সেনার বিভিন্ন বিভাগের সদস্যরা মার্শাল আর্ট প্রদশর্ন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। এরপর ম্যাচের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য অতিথিরা দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হবেন।

অন্যদিকে, বৃহস্পতিবার মাঠ ভরাতে উন্মুখ সমর্থকরা। উদ্বোধনী ম্যাচের টিকিট বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। ম্যাচের আগের দিন পর্যন্ত সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা।

সবুজ মেরুনের প্রস্তুতি কেমন?

গত ২২ জুলাই মোহন বাগান সুপার জায়ান্টের অনুশীলন শুরু হয়েছে। চিফ কোচ হুয়ান ফেরান্দোর বদলে ডাগ-আউট সামলাবেন বাস্তব রায়। চলছে নিঃশব্দে প্রস্তুতি। গত কয়েকদিন ক্লোজড ডোর অনুশীলন করানো হয়েছে সিনিয়র দলের ফুটবলারদের। খবর মিলেছে, প্রথম ম্যাচের স্টার্টিং লাইন-আপে কোনও বিদেশি ফুটবলারকে রাখা হচ্ছে না। ফ্লোরেন্তিন পোগবার পরিবর্তে সাইপ্রাস লিগে খেলা স্প্যানিশ ডিফেন্ডার হেক্টরের সঙ্গে কথা চলছে কর্তাদের।

প্রথম ম্যাচে, রিজার্ভ দলের সুমিত রাঠি, সুহেল ভাট, এঙ্গসন সিংদের কোর গ্রুপকে বজায় রেখেই দল সাজানোর ভাবনা থিঙ্কট্যাঙ্কের। ম্যাচের আগে বাস্তব জানালেন, ‘আমরা গ্রুপ অব ডেথে রয়েছি। তবে মোহন বাগান চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামে। ফুটবলাররা সেই চেষ্টাই করবে। সিনিয়র ও জুনিয়র দলের বাছাই করা খেলোয়াড় নিয়েই দল সাজাব। প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী। ফুটবলারদের সতর্ক থাকতে হবে।’

জানা গেছে, ফেডারেশন কাপ জয়ী ঢাকা মোহামেডানের বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন দলে। কোচ আবদুর রজ্জাক জানিয়েছেন, ‘পদ্মাপারের খেলা হবে স্লোগান শুনেছেন তো? আমরা শুধু এটুকুই মনে করিয়ে দিতে চাই। কলকাতার দর্শকদের নান্দনিক ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Durand Cup, #Mohun Bagan vs Bangladesh Army, #Bangladesh Army, #Mohun Bagan Super Giant

আরো দেখুন