বিনোদন বিভাগে ফিরে যান

#DIFF2023: শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ভারতীয় অভিনেতা

August 5, 2023 | < 1 min read

ইতিহাস গড়লেন ভারতীয় অভিনেতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেবাশীষ মাখিজার Joram সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নিলেন ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি প্রথম ভারতীয় অভিনেতা যিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন ডারবান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।

মনোজ বাজপেয়ী বলেন, ‘ আমি খুব আনন্দিত এটা জেনে Joram দুটি বিভাগে পুরস্কার জিতেছে। একটি পেয়েছেন সিনেমাটোগ্রাফার পীযুষ পুটি ও একটি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে।’ উনি আরও জানান যে Joram-এ চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। একটি শিশুকে কোলে নিয়ে দৌড়তে হয়েছিল যেখানে শিশুটির সুরক্ষা তাঁকে মাথায় রাখতে হচ্ছিল সঙ্গে চরিত্রটি ফুটিয়ে তুলতে হয়েছিল। কবে ভারতীয় দর্শকরা এই সিনেমা দেখবেন সেই অপেক্ষায় অভিনেতা মনোজ বাজপেয়ী।

TwitterFacebookWhatsAppEmailShare

#manojbajpayee, #joram, #durban international film festival, #Best Actor

আরো দেখুন