খেলা বিভাগে ফিরে যান

ডুরান্ডের প্রথম ম্যাচে সবুজ-মেরুন ঝড়ে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ আর্মি

August 3, 2023 | < 1 min read

ডুরান্ডের প্রথম ম্যাচে সবুজ-মেরুন ঝড়ে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ আর্মি

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল দলকে ৫-০ গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম থেকেই বিপক্ষের ওপর চাপ বাড়িয়েছে মোহনবাগান। ১৫ মিনিট- লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় মোহনবাগান। ২৯ মিনিট- পেনাল্টি খেকে গোল করেন মনবীর। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের আগেই (৪০ মিনিট) তিন গোল দিল মোহনবাগান। গোল করেন সুহেল।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের মিজানুর। দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে বাস্তব রায়ের ছেলেরা। ৫৮ মিনিটে দুর্দান্ত গোল হামাসের দুর্দান্ত গোলে ৪-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। ৮৯ মিনিটে বাংলাদেশ আর্মির দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে গোল করেন কিয়ান নিসিরি। যার ফলে ৫-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।

এদিন ফুটবলে শট মেরে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাচের বল গড়ানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

এদিন মোহনবাগানের প্রথম একাদশ – আর্শ, রানা, রাজ, সুমীত, আমান, টাইসন, অভিষেক, হামতে, লিস্টন, মনবীর, সুহেল।

আজ বাংলাদেশ আর্মির প্রথম একাদশ- আশরাফুল, মেহেদী, কামরুল, হাসান, রাজীব, মিনহাজুর, সাজ্জাদ, জাফার, শাহারিয়ার, মিজানুর, সামিমুল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #mohunbagan, #Durand Cup, #durand cup 2023

আরো দেখুন