দেশ বিভাগে ফিরে যান

মোদী পদবি অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাহুল গান্ধীর

August 4, 2023 | < 1 min read

মোদী পদবি অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাহুল গান্ধীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী পদবি অবমাননা মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি আর গাভাই ও পি এস নরসিমহা ও সঞ্জয় কুমারের বেঞ্চ শুক্রবার গুজরাটের সুরাট আদালতের রাহুলের দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে। এই রায়ের ফলে সুরাট আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না।

প্রসঙ্গত, রাহুল গান্ধী মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মানহানির মামলায় জড়িয়ে পড়েন। চলতি বছর গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। সেই সাজায় স্থগিতাদেশ চেয়েই অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে পেলেন স্বস্তি।

ইতিমধ্যে রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ করে লোকসভার সেক্রেটারিয়েট। অবশেষে সুপ্রিম কোর্ট রাহুলের দু’‌বছরের জেলের সাজায় স্থগিতাদেশ দেওয়ায় রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তাঁর সাংসদ পদ ফেরানোর পথ প্রশস্ত হতে পারে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী লোকসভার চেয়ারম্যানকে অনুরোধ করেছেন রাহুল গান্ধীকে যত তাড়াতাড়ি সম্ভব লোকসভার কার্যক্রমে যোগদানের অনুমতি দেওয়ার জন্য।

সাংসদপদ খারিজ নিয়ে সুপ্রিম রায়, রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

TwitterFacebookWhatsAppEmailShare

#Rahul Gandhi, #case, #Supreme Court of India, #Surname case, #Narendra Modi

আরো দেখুন