← খেলা বিভাগে ফিরে যান
তিরন্দাজির বিশ্বকাপে ঐতিহাসিক জয় ভারতীয় মহিলাদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কম্পাউন্ড তিরন্দাজির বিশ্বকাপে ঐতিহাসিক জয় ভারতীয় মহিলাদের। দলগত ভাবে ভারতের মহিলা দল প্রথমবার সোনা জিতে বিশ্বচ্যাম্পিয়ন হল। ফাইনালে ভারতীয় মহিলারা মেক্সিকোকে হারিয়ে দিল ২৩৫-২২৯ ব্যবধানে।
এই দলে ছিল – জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচন্দ স্বামী।
ভারতীয়রা তিরন্দাজি বিশ্বকাপে এখনও পর্যন্ত জিতেছেন ৬টি সোনা, ১টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। ১৯৮১ সালে প্রথমবার ভারত অংশগ্রহণ করে তিরন্দাজি বিশ্বকাপে।