← কলকাতা বিভাগে ফিরে যান
বাংলার প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন গঙ্গারামপুরের এই মন্দির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গঙ্গারামপুর ব্লকের মাহুর কিসমত গ্রামে প্রতিষ্ঠিত প্রাচীন স্থাপত্য টেরাকোটার মন্দির। এটি পঞ্চরত্ন মন্দির নামেও পরিচিত ।
মন্দিরটির নির্মাণ কাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য আছে। কেউ বলেন অষ্টম শতকের আবার কেউ বলেন সপ্তদশ বা অষ্টাদশ শতকের কোনও একসময়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময়ে এই মন্দিরের পাঁচটি চূড়া ছিল। কালের নিয়মে বর্তমানে তারমধ্যে দুটি ভেঙে পড়েছে।
প্রাচীন এই পঞ্চরত্ন মন্দির গাত্রে বিশেষত প্রবেশদ্বার সংলগ্ন দেওয়ালে বিষ্ণুর দশটি অবতারের ছবি ও অন্যান্য দেব-দেবীর ছবির সাথে সাহেব মেম এর ছবিও দেখতে পাওয়া যায়।
প্রাচীন এই মন্দিরে শিবের পুজো হলেও বর্তমানে বিষ্ণুর পুজো হয় বলে জানা গেছে। মন্দিরটির ভিতরে কোনও মূর্তি নেই ।