দক্ষিণবঙ্গে বাড়ছে গরম-আর্দ্রতাজনিত অস্বস্তি, কবে নামবে ভারী বৃষ্টি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী দু’দিন ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে তাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায়। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শনিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।