কলকাতা লিগ: ইউনাইটেড স্পোর্টসকে দু’গোলে হারাল মোহনবাগান

৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান।

August 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা লিগে টানা ম্যাচ খেলার ক্লান্তি উপেক্ষা করেই ইউনাইটেড স্পোর্টসকে দু’গোলে হারিয়ে দিল মোহনবাগান। সেই সঙ্গে তাদের অপরাজিত থাকার রেকর্ডও অক্ষত থাকল। এদিন বাগানের তুলনায় অনেক ভালো খেলেছে ইউনাইটেড স্পোর্টস। অনেক বেশি আক্রমণে উঠেছে। কিন্তু গোলের মুখ খুলতে না পারার খেসারত তারা ২-০ হেরে দিয়েছে।

মোহনবাগানের হয়ে গোলদুটি করেন নাওরেম এবং সুহেল। প্রথম গোলটি ২৭ মিনিটে করেন নাওরেম। কার্যত একার দক্ষতায় বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোলটি করেন তিনি। আর শেষদিকে ৮৮ মিনিটে দূরপাল্লার জোরাল শট থেকে গোল করেন সুহেল। এদিন ৫৪ শতাংশ বল পজেশন ছিল ইউনাইটেডের। তারা ২৩টি গোলমুখী শট মেরেছে। তার মধ্যে ৮টি ছিল টার্গেটে। সেখানে বাগানের গোলমুখী শট ছিল ৯টি। টার্গেটে ছিল চারটি। তার থেকে আবার ২টিতে গোল হয়েছে। সেই দিক থেকে একশো শতাংশ সফল মোহনবাগান।

নওরেম হলেন ম্যাচের সেরা। তিনি শুধু গোলই করেননি, এদিন মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তিনি। এই মুহূর্তে ৭ ম্যাচে ডায়মন্ড হারবারের সংগ্রহ ১৭ পয়েন্ট। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen