অস্ত্রোপচারের পর আমেরিকায় চোখ পরীক্ষা অভিষেকের, সমাজমাধ্যমে ছবি

সূত্রের খবর, ৮ আগস্ট, মঙ্গলবার আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে বাংলার এই সাংসদের চোখের পরীক্ষা করানোর কথা ছিল।

August 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
অস্ত্রোপচারের পর আমেরিকায় চোখ পরীক্ষা অভিষেকের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষা হয়েছে। এর আগে ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। জানা যাচ্ছে তাঁর চোখের পরিস্থিতি এখনকার মতো প্রায় সন্তোষজনক। তবে ছ’মাস পরে আবার তাঁকে সেখানে চোখ পরীক্ষা করানোর জন্য যেতে হবে ।

সূত্রের খবর, ৮ আগস্ট, মঙ্গলবার আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে বাংলার এই সাংসদের চোখের পরীক্ষা করানোর কথা ছিল। সেইমতোই ওই পরীক্ষা হয়েছে বলে জানা যাচ্ছে। অভিষেকের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি ছবি তাঁর সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার হাসপাতালে বিদেশি চিকিৎসকের সঙ্গে বসে কথা বলছেন তিনি।

গত বছর অক্টবর মাসে অস্ত্রপ্রচারের পর এবছর ২৬ জুলাই সেই চোখের পরীক্ষা করাতে আমেরিকায় রওনা গিয়েছিলেন অভিষেক। সূত্রের খবর, আগস্ট মাসের মাঝামাঝি দেশে ফিরে আসবেন অভিষেক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen