দেশ বিভাগে ফিরে যান

সোনিয়াকে আক্রমণ করতেই প্রতিবাদে সামিল তৃণমূলের মহিলা সাংসদরা

August 9, 2023 | < 1 min read

সোনিয়াকে আক্রমণ করতেই প্রতিবাদে সামিল তৃণমূলের মহিলা সাংসদরা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সংসদে বিরোধী জোট INDIA-র ঐক্য দেখা দিচ্ছে পরতে পরতে। মঙ্গলবার লোকসভায় বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে সোনিয়া গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করতেই রুখে দাঁড়াল তৃণমূলের মহিলা সাংসদরা। বিজেপির উস্কানি দেওয়ার চেষ্টা যেন আরও মজবুত করছে বিরোধীদের।

মঙ্গলবার লোকসভায় মোদী মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হয়েছে। সেখানে বিজেপির বক্তা ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে অনাস্থার বিপক্ষে বলতে গিয়ে তিনি সোনিয়া গান্ধীকে আক্রমণ করেন। টেনে আনেন বিদেশিনী ইস্যু।

এই বক্তব্যের প্রতিবাদে সরব হন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। সঙ্গী ছিলেন তৃণমূলের কাকলি ঘোষদস্তিদার। লোকসভায় তৃণমূল দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুমতি মিলতেই শতাব্দী রায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডলরা প্রতিবাদে সামিল হন। কাকলি বলেন, মহিলাদের এভাবে অপমান করবেন না। মানুষ মোটেই ক্ষমা করবে না। সময় মতোই জবাব দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #Parliament, #tmc, #sonia gandhi, #Shatabdi Roy, #Adhir Ranjan Chowdhury, #pratima Mondal, #Kakoli Ghosh Dastider, #Sajda Ahmed, #India

আরো দেখুন