দেশ বিভাগে ফিরে যান

এবার কি নির্বাচন কমিশনেরও নিয়ন্ত্রণ নিতে চায় মোদী সরকার? সংসদে পেশ বিল

August 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজ্যসভায় নতুন বিল নিয়ে এলো মোদী সরকার।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের যে কমিটি আছে, তা থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ছেঁটে ফেলতে রাজ্যসভায় আজ নতুন বিল, ‘নির্বাচন কমিশনার বিল, ২০২৩’, পেশ করল কেন্দ্র।

সুপ্রিম কোর্ট এবছর মার্চে নির্বাচন কমিশনার নিয়োগে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতার সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে একটি প্যানেল গঠনের নির্দেশ দিয়েছিল। নতুন বিলে সেই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিতে চলেছে কেন্দ্র।

বিল অনুযায়ী নিয়োগ কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধানমন্ত্রীর সুপারিশ করা একজন ক্যাবিনেট মন্ত্রী। স্বভাবতই, এই বিল নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #election commission, #Parliament

আরো দেখুন