জাপানকে ৫ গোলে চূর্ণ করে AsianChampionsTrophy-র ফাইনালে ভারতীয় হকি দল

আজ চেন্নাইয়ে এর হকির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও জাপান।

August 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ফাইনালে ভারতীয় হকি দল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ চেন্নাইয়ে এর হকির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও জাপান।

শক্তিশালী জাপানকে ৫ গোলে চূর্ণ করে AsianChampionsTrophy-র ফাইনালে পৌঁছল ভারতীয় হকি দল। প্রথম থেকেই দুই দেশ আক্রণাত্মক খেলে কিন্তু প্রথমার্ধ ০-০ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে ৩ টে গোল করে ভারত। ৩৯ ও ৫১ মিনিটের মাথায় আরও দুটি গোল করে ৫-০ করে ভারত। আগামীকাল ফাইনালে মুখোমুখি ভারত ও মালেশিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen