বিবিধ বিভাগে ফিরে যান

মনসা পুজোর নেপথ্যে আসল কারণ কী? জেনে নিন

August 13, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রচলিত ধ্যানধারণা অনুযায়ী সর্পভীতি থেকে রক্ষা পেতেই মনসা পুজো করা হয়। তবে এনিয়ে ভিন্ন মত‌ও শোনা যায়। কেউ কেউ বলেন নতুন ফসলের আহ্বানের উদ্দেশ্যে দেবী মনসার আরাধনার শুরু হয়।

পুরাণের ব্যাখা অনুযায়ী, মা মনসা আসলে লৌকিক দেবী। সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতেই পুজো করা হয় এই দেবীকে। এছাড়াও মনসার সঙ্গে জড়িয়ে আছে, প্রজনন ও ধনদৌলতের বিষয়।

কার‌ও মতে, সাপ যৌনতা আবার প্রজননের প্রতীক। আবার সাধনার প্রতীকও হিসেবে সাপকে কোথাও কোথাও বর্ণনা করা হয়েছে।

শ্রাবণ সংক্রান্তি বা আষাঢ়ী পঞ্চমী তিথিতে নাগপঞ্চমীর পুজো হয়। তাল, সাবু, দুধ, কলা প্রভৃতি নানা উপাচারে পূজিত হন এই দেবী। মনসা দেবী ইচ্ছাধারী বলেও মনে করা হয়। আবার কামরূপা নামেও ডাকা হয় তাঁকে। কোথাও কোথাও আবার দেবী মনসা অর্থাৎ পদ্মা শিবের সন্তান আবার মহাদেবের স্ত্রী হিসাবেও বর্ণনা করা হয়েছে। সাধারণত, মনসামঙ্গলের থেকেই মনসার মাহাত্ম্য প্রচারিত হয়েছে বলে জানা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Manasa Puja

আরো দেখুন