কলকাতায় হকার সমস্যার সমাধানে বড় উদ্যোগ KMC-র

২০১৫ সালে KMC-র হকার সমীক্ষায় ৫৯ হাজার আবেদন জমা পড়েছিল।

August 13, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
এবার কী মিটতে চলেছে কলকাতার হকার সমস্যা? ছবি সৌজন্যে: TOI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কী মিটতে চলেছে কলকাতার হকার সমস্যা? রাস্তায় গুরুত্বপূর্ণ মোড়, ফুটপাথ, ট্রাফিক সিগন্যালের আশেপাশে হকারদের অবস্থান না থাকে, সে ব্যাপারে তৎপর পুরসভা। এবার সেই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে হকার পুনর্বাসন সেল খুলতে চলেছে কলকাতা পুরসভা।

জানা গিয়েছে, আগামী সোমবার থেকে পুরসভায় হকার পুনর্বাসন সেল চালু হচ্ছে। কলকাতার যে হকাররা ভেন্ডিং সার্টিফিকেট নিতে আগ্রহী তাঁরা টাউন ভেন্ডিং কমিটির কাছে আবেদন জানাবেন।

এর আগে পুরসভার তরফ থেকে নিউ মার্কেট, গড়িয়াহাট এবং হাতিবাগানের উনিশ জনের হাতে প্রথমবার ‘হকার শংসাপত্র’ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, ২০১৫ সালে KMC-র হকার সমীক্ষায় ৫৯ হাজার আবেদন জমা পড়েছিল। সূত্রের খবর, এবার নতুন জমা পড়া আবেদনপত্রগুলির সাথে পুরনো হকার সার্ভের তালিকা খতিয়ে দেখা হবে। তারপরেই দেওয়া হবে সচিত্র পরিচয়পত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen