বাংলায় ‘INDIA’ জোটের শেষ কথা মমতাই? কোন অঙ্কে সমঝোতা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিহার, কর্ণাটকের পর এবার মুম্বইয়ে বসতে চলেছে তৃতীয় বৈঠক, আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর মহাজোটের তৃতীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। যদিও খবর পাওয়া গিয়েছে, মুম্বইয়ে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত হবে না কিছুই। পাটনায় মোদী বিরোধী বৈঠক ডাকা থেকে, মহাজোট ইন্ডিয়ার নামকরণ থেকে বৈঠকের এজেন্ডা, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মতো নির্ধারিত হচ্ছে মোদী বিরোধী লড়াইয়ের মঞ্চ। এখন আম জনতার প্রশ্ন একটাই, কোন অঙ্কে কীভাবে হবে আসন ভাগাভাগি? ইন্ডিয়া জোটের বৈঠকে ঠিক হওয়া নিয়মানুযায়ী, যে দল যেখানে শক্তিশালী সেই দল সেই রাজ্য এবং নির্দিষ্ট আসনে লড়বে। বাংলায় কী হবে? ইন্ডিয়ার তরফে জানা গিয়েছে, বাংলায় লোকসভার ৪২ আসনে কোন দল কোথায় লড়বে, তা ঠিক করবেন মমতাই। সূত্রের খবর, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এ বিষয়ে সম্মতি জানিয়ে দিয়েছেন।
সাফ কথায়, যদি কোনও রাজ্যে কোনও আঞ্চলিক দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকে, সেক্ষেত্রে সেই দলই আসন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। একই অঙ্কে দিল্লি ও পঞ্জাবে আম আদমি পার্টি, তামিলনাড়ুতে ডিএমকে, ঝাড়খণ্ডে জেএমএম, বিহারে আরজেডি-জেডিইউ আসন ভাগাভাগির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কংগ্রেস যেখানে দুর্বল, সেখানে তারা অনেক বেশি স্থিতিস্থাপক তথা উদার হবে। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হিমাচল, কর্ণাটকসহ যে’সব রাজ্যে কংগ্রেস শক্তিশালী, সে’সব রাজ্যে আসন নির্ধারক হবে কংগ্রেস।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বাংলায় মাত্র দুটি আসন জিতেছিল কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, ওই দুই কেন্দ্রই কংগ্রেসকে ছাড়তে পারেন মমতা। তবে কংগ্রেস সূত্রে খবর, মহাজোটের অংশীদার হিসেবে আরও কয়েকটি আসন চাইতে পারে কংগ্রেস। কমপক্ষে ছ’টি আসন পেতে আবেদন করতে পারে কংগ্রেস। যদিও শেষ কথা মমতাই বলবেন।
প্রসঙ্গত, দীপাবলীর আগে আরও দু’বার বৈঠকে বসবেন বিজেপি বিরোধী জোটের নেতারা। খবর মিলেছে, মুম্বই বৈঠকে আলোচনার মুখ্য বিষয় হবে ইভিএম। ১১ জন সদস্যের সমন্বয় কমিটিও তৈরি হবে। তারা নিয়মিত দিল্লিতে বৈঠকে বসবেন। মহাজোট অর্থাৎ ইন্ডিয়ার নামে একটি এক্স (টুইটার) হ্যান্ডেলও তৈরি হবে। ৩১ আগস্ট সন্ধ্যা ছ’টা থেকে ঘণ্টা দুয়েক বৈঠকের পর নৈশভোজ সারবেন নেতারা। ১ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে তিন ঘণ্টা রুদ্ধদ্বার আলোচনা হবে। সবশেষে সাংবাদিক সম্মেলন করবেন নেতারা।