বিবিধ বিভাগে ফিরে যান

কেমন ভাবে শেষ হল শ্রাবণব্যাপী শিবডাঙ্গির মেলা?

August 16, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শ্রাবণ মাস হল শিবের মাস, এই এক মাস নানানভাবে শিবের আরাধনায় মাতে ভক্তরা। সোমবার শেষ হল শ্রাবণের এক মাস ব্যাপী মালদহের বামনগোলার শিবডাঙ্গি তিল ভাণ্ডেশ্বর পুজো ও মেলা। মালদহের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী মেলা এটি।

শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তের ভিড় উপচে পড়েছিল মন্দিরে। অন্যান্য জেলা থেকেও ভক্ত সমাগম হয় মন্দিরে। মেলাতেও বিপুল জনসমাগম হয়। মন্দির কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে, শ্রাবণের প্রথম সোমবার পুজো আরম্ভ হয়েছিল। শেষ সোমবারে বিশেষ পুজোর মাধ্যমে তা শেষ হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#shravan, #Shivdangi Fair

আরো দেখুন