যাদবপুরের হোস্টেলে নিরাপত্তা সামলাবেন প্রাক্তন সেনাকর্মীরা: সিদ্ধান্ত কর্তৃপক্ষের

August 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
যাদবপুরের হোস্টেলে নিরাপত্তা সামলাবেন প্রাক্তন সেনাকর্মীরা: সিদ্ধান্ত কর্তৃপক্ষের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে যাদবপুর হোস্টেলে প্রাক্তন সেনাকর্মীরা থাকবেন নিরাপত্তার দায়িত্বে। আপাতত গোটা বিষয়টি প্রস্তাবিত আকারে সহ-উপাচার্যের কাছে গিয়েছে।

রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের থেকে অনুমতি পেলে এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে করা হচ্ছে।

অন্যদিকে যাদবপুরকাণ্ডে আজ আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল ধৃতদের। আগামী ২৮ আগস্ট পর্যন্ত অর্থাৎ, ১২ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। অভিযুক্ত সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তদের জিজ্ঞাসাবাদ করে ছ’জনের নাম উঠে এসেছে- মহম্মদ আরিফ (জম্মু),আসিফ আফজল আনসারি(পশ্চিম বর্ধমান), অঙ্কন সরকার( উত্তর ২৪ পরগনা), অসিত সর্দার(কুলতলি),সুমন নস্কর (মন্দিরবাজার), সপ্তক কামিল্যা(এগরা)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen